পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: 10101111 এর 1’s complement কোনটি? ২০১৯
(ক) 1111 1111 | (খ) 1010 0000 |
(গ) 0000 0000 | (ঘ) 1100 0011 |
উত্তর: 1010 0000
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? ২০১৯
(ক) তামার তার | (খ) কো-এক্সিয়াল ক্যাবল |
(গ) ওয়্যারলেস মিডিয়া | (ঘ) অপটিকাল ফাইবার |
উত্তর: অপটিকাল ফাইবার
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিম্নের চারটি মধ্যে কোনটি ভিন্ন? ২০১৯
(ক) টিন | (খ) পিতল |
(গ) লোহা | (ঘ) তামা |
উত্তর: পিতল
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: 35 Cl 17 মৌলের নিউট্রন সংখ্যা কত? ২০১৯
(ক) 70 | (খ) 35 |
(গ) 17 | (ঘ) 18 |
উত্তর: 18
★ পরমাণুতে সবচেয়ে ভারি কণিকা হচ্ছে নিউট্রন। হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন থাকে না।
★ পারমাণবিক ভর সংখ্যাকে প্রকাশ করা হয় A দ্বারা। [ A = P + N ; P = Proton, N = Neutron ] পারমাণবিক ভরের কোনো একক নেই।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? ২০১৯
(ক) ঘনীভবন | (খ) বাষ্পীভবন |
(গ) স্ফুটনাংক | (ঘ) গলনাংক |
উত্তর: গলনাংক
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? ২০১৯
(ক) প্রশমন | (খ) পানী যোজন |
(গ) বিজারণ | (ঘ) জারণ |
উত্তর: জারণ
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: একটি বাল্বে “60W-220V” লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)? ২০১৯
(ক) 160 | (খ) 16.36 |
(গ) 280 | (ঘ) 806.67 |
উত্তর: 806.67
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নবায়নযোগ্য জ্বালানীর উৎস- ২০১৯
(ক) বায়োগ্যাস | (খ) তেল |
(গ) গ্যাস | (ঘ) কয়লা |
উত্তর: বায়োগ্যাস
নবায়নযোগ্য উৎস ও অনবায়নযোগ্য উৎস এর কিছু তথ্য নিচে দেওয়া হল।
নবায়নযোগ্য উৎস
★ যে সকল উৎসের শক্তি বার বার ব্যবহার করা যায় এবং কখনো ফুরায় না তাদেরকে নবায়নযোগ্য শক্তির উৎস বলে।
★ সৌরশক্তি, পারমানবিক শক্তি, পানিপ্রবাহ, বায়ুশক্তি, বায়োমাস, জোয়ার ভাটার শক্তি, ভূ তাপীয় শক্তি ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস।
অনবায়নযোগ্য শক্তি
★ পৃথিবীতে যে সকল শক্তির উৎস নতুন করে সৃষ্টি হওয়ার নয় তাকে অনবায়নযোগ্য শক্তির উৎস বলে।
★ এই শক্তি সীমাবদ্ধ যা এক সময় শেষ হয়ে যাবে।
★ প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল, জীবাশ্ম জ্বালানি ইত্যাদি এর উদাহরণ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কার্বোহাইড্রেডে C,H এবং O এর অনুপাত কত? ২০১৯
(ক) ১:২:১ | (খ) ১:৩:১ |
(গ) ১:৩:২ | (ঘ) ১:১:২ |
উত্তর: ১:২:১
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: AC কে DC করার যন্ত্র - ২০১৯
(ক) মাল্টিমিটার | (খ) অ্যামপ্লিফায়ার |
(গ) জেনারেটর | (ঘ) রেকটিফায়ার |
উত্তর: রেকটিফায়ার
★ একটি n টাইপ এবং একটি p টাইপ অর্ধপরিবাহীর সমন্বয়ে ডায়োড গঠিত হয়।
★ ডায়োড তরিৎ প্রবাহকে একমুখীকরণে ব্যবহৃত হয়। ডায়োড রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রুপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? ২০১৯
(ক) জেনারেটর | (খ) অ্যামপ্লিফায়ার |
(গ) লাউড স্পীকার | (ঘ) মাল্টিমিটার |
উত্তর: লাউড স্পীকার
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী? ২০১৯
(ক) ব্যারোমিটার | (খ) হাইগ্রোমিটার |
(গ) গ্রাভিমিটার | (ঘ) মাইকোমিটার |
উত্তর: হাইগ্রোমিটার
★ বায়ুর গতিবেগ নির্ণয় করে এনিমোমিটার এবং রোধ পরিমাপ করে ওহম মিটার।
★বায়ুর আর্দ্রতা নির্ণয় করে হাইগ্রোমিটার এবং উষ্ণতা পরিমাপ করে থার্মোমিটার।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
where_to_voteপ্রশ্ন: কোথায় সাঁতার কাটা সহজ? ২০১৯
(ক) পুকুরে | (খ) খালে |
(গ) নদীতে | (ঘ) সাগরে |
উত্তর: সাগরে
পুকুরের পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কারন সমুদ্রের পানিতে নানা ধরনের লবণ দ্রবীভূত থাকে। তাই সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানি বা পুকুরের পানির চেয়ে বেশি। ঘনত্ব বেশি হওয়ার কারনে সমুদ্রের পানির প্লবতা নদী বা পুকুরের পানির চেয়ে বেশি। ফলে সমুদ্রের পানিতে সাঁতার কাটার সময় সাঁতারুর শরীরের উপর প্লবতা বেশি হওয়ায় শরীর হালকা বলে মনে হয়। এ কারনে নদী বা পুকুরের পানির তুলনায় সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
where_to_voteপ্রশ্ন: ডিমে কোন ভিটামিন নেই? ২০১৯
(ক) ভিটামিন-ডি | (খ) ভিটামিন-সি |
(গ) ভিটামিন-বি | (ঘ) ভিটামিন-এ |
উত্তর: ভিটামিন-সি
ভিটামিন-সি বা অ্যাসকরবিক এসিডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এর নিচে দেওয়া হল।
গরুর দুধ, মাছ - মাংস, কমলালেবু, বাতাবিলেবু, পাতিলেবু, আনারস, আম, জাম আমলকি,টমেটো প্রভৃতি টক ফল, বাঁধাকপি, কাচামরিচ, শাক, বরবটি, ইত্যাদিতে ভিটামিন - সি রয়েছে। ভিটামিন-সি এর অভাবে স্কার্ভি রোগ হয়, শিশুদের মারি ফুলে যায়, দেহের ওজন হ্রাস পায়, রক্ত শূন্যতা হয়, দূর্বল লাগে এবং ক্ষত সারতে দেরি হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
where_to_voteপ্রশ্ন: অস্থির বৃদ্ধির জন্য কিসের বেশী প্রয়োজন? ২০১৯
(ক) প্রোটিন | (খ) ক্যালসিয়াম |
(গ) ফসফরাস | (ঘ) আয়রন |
উত্তর: ক্যালসিয়াম
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।