পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: কর্তৃবাচ্যের বাক্য কোনটি?
(ক) তোমাকে হাঁটতে হবে | (খ) ছাত্ররা অঙ্ক কষছে |
(গ) আমার যাওয়া হবে না | (ঘ) বাঁশি বাজে ঐমধুর লগনে |
উত্তর: ছাত্ররা অঙ্ক কষছে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়?
(ক) তৃতীয়া | (খ) প্রথমা |
(গ) দ্বিতীয়া | (ঘ) চতুর্থী |
উত্তর: তৃতীয়া
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারি হয়?
(ক) কর্তৃ বাচ্যে | (খ) কর্মবাচ্যে |
(গ) কর্মকর্তৃবাচ্যে | (ঘ) ভাববাচ্যে |
উত্তর: কর্তৃ বাচ্যে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কিসের প্রয়োজন হয়?
(ক) কর্তায় ৬ষষ্ঠী বিভক্তর প্রয়োজন হয় | (খ) কর্মে ১মা এবং ক্রিয়া উত্তম পুরুষ |
(গ) কর্তায় ১মা এবং ক্রিয়া কর্তা অনুযায়ী হয় | (ঘ) কর্তার ক্রিয়া অকর্মক হতে হয় |
উত্তর: কর্তায় ১মা এবং ক্রিয়া কর্তা অনুযায়ী হয়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোন বাচ্যের ক্রিয়াপদ সর্বদাই নাম/ প্রথম পুরুষ হয়?
(ক) কর্মকর্তৃবাচ্যে | (খ) কর্তৃবাচ্যের |
(গ) কর্মবাচ্যের | (ঘ) ভাববাচ্যের |
উত্তর: ভাববাচ্যের
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ' এবার একটা গান করা হোক' - এ বাক্যের কর্তৃবাচ্যের রূপ কোনটি?
(ক) তুমি একটি গান কর | (খ) একটি গান কর |
(গ) এবার একটি গান দাও | (ঘ) এবার একটি গান কর |
উত্তর: এবার একটি গান কর
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কর্তৃবাচ্যের ক্রিয়া কাকে অনুসরণ করে?
(ক) কর্মকে | (খ) ভাবকে |
(গ) অর্থকে | (ঘ) কর্তাকে |
উত্তর: কর্তাকে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: " সে যেন আসে" এটি কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্মবাচ্য | (খ) কর্তৃবাচ্য |
(গ) ভাববাচ্য | (ঘ) কর্মকর্তৃবাচ্যে |
উত্তর: কর্তৃবাচ্য
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: " কমলাকান্তের মনের কথা এ জন্মে বলা হইল না " -
(ক) কর্মবাচ্যের | (খ) ভাববাচ্যের |
(গ) কর্মকর্তৃবাচ্যের | (ঘ) কর্তৃবাচ্যের |
উত্তর: ভাববাচ্যের
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কর্তৃপদে তৃতীয়া অনুসর্গ এবং কর্মপদে প্রথমা বিভক্তি ব্যবহার হয় কোন বাচ্যে?
(ক) কর্মকর্তৃবাচ্যে | (খ) ভাববাচ্যে |
(গ) কর্ম বাচ্যে | (ঘ) কর্তৃবাচ্যে |
উত্তর: কর্ম বাচ্যে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ' দস্যুদল গৃহটি লুন্ঠন করেছে ' - এটি -
(ক) কর্মবাচ্য | (খ) কর্তৃবাচ্য |
(গ) কর্মকর্তৃবাচ্যে | (ঘ) ভাববাচ্য |
উত্তর: কর্তৃবাচ্য
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: " রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছিল ' - এটি কোন বাচ্যের বাক্য?
(ক) কর্ম বাচ্য | (খ) ভাববাচ্য |
(গ) কর্তৃবাচ্য | (ঘ) কর্মকর্তৃবাচ্যে |
উত্তর: কর্ম বাচ্য
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: 'জল পড়ে, পাতা নড়ে ' - বাক্যটি প্রকাশ ভঙ্গি অনুসারে -
(ক) কর্মকর্তৃবাচ্য | (খ) কর্ম বাচ্য |
(গ) কর্তৃবাচ্য | (ঘ) ভাববাচ্য |
উত্তর: কর্মকর্তৃবাচ্য
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ভাববাচ্যের ক্রিয়া সর্বদা হয়ে থাকে -
(ক) উত্তম পুরুষের | (খ) প্রথম পুরুষের |
(গ) প্রযোজক | (ঘ) দ্বিকর্মক |
উত্তর: প্রথম পুরুষের
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: " কাহারো মুহূর্ত বিলম্ব সয় না"। এটি কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্ম বাচ্যের | (খ) ভাববাচ্যের |
(গ) কর্তৃবাচ্যের | (ঘ) কর্মকর্তৃবাচ্যের |
উত্তর: ভাববাচ্যের
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।