পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: গোল্ডেন মিন (Golden Mean) হলো– ২০১৯
| (ক) দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা | (খ) সমস্ত সম্ভাব্য কর্মের গড় |
| (গ) একটি প্রাচীন দার্শনিক ধারার নাম | (ঘ) ত্রিভুজের দুটি বাহন বূ-কেন্দ্রিক সম্পর্ক |
উত্তর: দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোন বছর ইউএনডিপি (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে? ২০১৯
| (ক) ১৯৯৯ | (খ) ১৯৯৭ |
| (গ) ১৯৯৮ | (ঘ) ১৯৯৫ |
উত্তর: ১৯৯৭
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভুত তার অর্থ— ২০১৯
| (ক) কিছু | (খ) কিছুই না |
| (গ) সব | (ঘ) সর্বজনীন |
উত্তর: কিছুই না
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে- ২০১৯
| (ক) সুশাসনের শিক্ষা থেকে | (খ) মূল্যবোধের শিক্ষা থেকে |
| (গ) আইনের শিক্ষা থেকে | (ঘ) কর্তব্যরোধ থেকে |
উত্তর: মূল্যবোধের শিক্ষা থেকে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? ২০১৯
| (ক) সাম্য ও সমতা | (খ) স্বচ্ছতা |
| (গ) অংশগ্রহণ | (ঘ) জবাবদিহিতা |
উত্তর: স্বচ্ছতা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে? ২০১৯
| (ক) শাসন প্রক্রিয়া ও উন্নয়ন | (খ) শাসন প্রক্রিয়া ও মানব উন্নয়ন |
| (গ) শাসন প্রক্রিয়া ও সুশাসন | (ঘ) শাসন প্রক্রিয়া এবং নৈতিক শাসন প্রক্রিয়া |
উত্তর: শাসন প্রক্রিয়া ও মানব উন্নয়ন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? ২০১৯
| (ক) জবাবদিহিতা | (খ) অংশগ্রহণ |
| (গ) স্বচ্ছতা | (ঘ) নৈতিক শাসন |
উত্তর: নৈতিক শাসন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? ২০১৯
| (ক) ভাষা | (খ) আইন |
| (গ) মূল্যবোধ | (ঘ) প্রতীক |
উত্তর: আইন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন? ২০১৯
| (ক) মার্কিন যুক্তরাষ্ট্র | (খ) ফ্রান্স |
| (গ) জার্মানি | (ঘ) যুক্তরাজ্য |
উত্তর: যুক্তরাজ্য
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: মূল্যবোধ পরীক্ষা করে– ২০১৯
| (ক) নৈতিকতা ও অনৈতিকতা | (খ) সবগুলো |
| (গ) ভাল ও মন্দ | (ঘ) ন্যায় ও অন্যায় |
উত্তর: সবগুলো
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশে 'নব নৈতিকতার প্রবর্তক' হলেন - ২০১৯
| (ক) জি. সি. দেব | (খ) মোহাম্মদ বরকতুল্লা |
| (গ) আরজ আলী মাতুব্বর | (ঘ) আবদুল মতীন |
উত্তর: আরজ আলী মাতুব্বর
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ' আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হত্তয়ার প্রত্যাশা করি ' এটি - ২০১৯
| (ক) আইনের অধ্যাদেশ | (খ) আইনের শাসন |
| (গ) নৈতিক অনুশাসন | (ঘ) রাজনৈতিক ও সামাজিক অনুশাসন |
উত্তর: রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সভ্য সমাজের মানদন্ড হল - ২০১৯
| (ক) গনতন্ত্র | (খ) সংবিধান |
| (গ) আইনের শাসন | (ঘ) বিচার ব্যবস্থা |
উত্তর: আইনের শাসন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বিপরীত বৈষম্য এর নীতিটি প্রয়োগ করা হয় - ২০১৯
| (ক) নারীদের ক্ষেত্রে | (খ) সংখ্যালঘুদের ক্ষেত্রে |
| (গ) প্রতিবন্দ্রীদের ক্ষেত্রে | (ঘ) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে |
উত্তর: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: মূল্যবোধ হলো - ২০১৯
| (ক) মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সর্ম্পক নির্ধারণ | (খ) মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর দিক নির্দেশনা |
| (গ) সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান | (ঘ) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড |
উত্তর: মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।