touch_app
এই বাটনে ক্লিক বা টাচ করলে নিচের অপশন গুলো আসবে
আবার ক্লিক বা টাচ করলে অপশন গুলো চলে যাবে।
favorite_border
এই বাটনে ক্লিক বা টাচ করে প্রিয় লিস্টে তথ্য যোগ করতে পারবেন (লগইন থাকা সাপেক্ষে)
আবার ক্লিক করলে প্রিয় থেকে মুছে যাবে।
playlist_add
এই বাটনে ক্লিক বা টাচ করে আপনি লিস্ট করতে পারবেন (লগইন থাকা সাপেক্ষে)
লিস্টে যোগ করতে আপনার আগের কোন লিস্ট থাকলে সেটি পছন্দ করতে হবে, অথবা আপনি একটি নতুন লিস্ট এর নাম দিতে পারবেন। এর পর সংরক্ষণ বাটনে ক্লিক করলে আপনার লিস্টে তথ্যটি যোগ হয়ে যাবে। লিস্ট এর নাম পরিবর্তন বা লিস্ট মুছে ফেলতে সূচিপত্র থেকে আপনার কাঙ্খিত লিস্টে ক্লিক করুন। আপনার যোগ করা সকল তথ্য দেখতে পাবেন এবং একদম উপরে আপনি লিস্ট এর নাম পরিবর্তন ও লিস্ট মুছে ফেলার অপশন পাবেন।
where_to_vote
এই বাটনে ক্লিক বা টাচ করে আপনি তথ্যের উৎস দেখতে পারবেন
bug_report
এই বাটনে ক্লিক বা টাচ করে আপনি তথ্যে কোনো ভুল থাকলে রিপোর্ট করতে পারবেন (লগইন থাকা সাপেক্ষে)
কোন তথ্য যদি আপনার ভুল মনে হয় তবে আপনি সঠিক তথ্য সহ আমাদের কাছে রিপোর্ট করতে পারবেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন সমূহ।
আমি কি লগইন ছাড়া পরীক্ষা দিতে পারবো?
জ্বি না। পরীক্ষা দেয়ার জন্য লগইন করতে হবে।
একটি পরীক্ষা কতবার দেয়া যাবে?
আপনার যতবার ইচ্ছা একই পরীক্ষা দিতে পারবেন। তবে একই পরীক্ষা পরের বার দিতে চাইলে আবার একটু প্রস্তুতি নিলে আপনারই উপকার হবে।
কোন লিস্ট মুছে ফেললে কি ফেরত পাওয়া যাবে?
এখন পর্যন্ত কোন লিস্ট মুছে ফেললে ফেরত পাওয়া যাবে না। খুব শিগ্রই প্রোফাইলে মুছে ফেলা লিস্ট সমুহের আর্কাইভ যোগ করা হবে।
আমি কি লিস্ট থেকে কোন তথ্য মুছতে পারবো?
জ্বি মুছতে পারবেন। লিস্ট বের করে প্রশ্নের আরো... অপশনে লিস্টে যোগ করার বাটনের সাথেই লিস্ট থেকে তথ্য মুছে ফেলার বাটন। delete
cloud_download
এপ কিভাবে ইন্সটল করবো?
১) ক্রোম (Chrome), সাফারি (Safari) অথবা এজ (Edge) ব্রাউজার দিয়ে ব্রাউজ করলে সূচিপত্র মেনু তে ইন্সটল cloud_download বাটন পাবেন।
২) ইন্সটল বাটনে ক্লিক করলেই ইন্সটল হয়ে যাবে, কোনো এক্সট্রা মেগাবাইট লাগবে না।