পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: ট্রানজিস্টরে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের নাম কি? ২০১৯
| (ক) সিলিকন | (খ) কার্বন |
| (গ) জার্মেনিয়াম | (ঘ) সিলেনিয়াম |
উত্তর: সিলিকন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ট্রানজিস্টর ও মাইক্রোসার্কিট প্রস্তুতিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ২০১৯
| (ক) সিলিকন | (খ) কার্বন |
| (গ) গ্রাফাইট | (ঘ) দস্তা |
উত্তর: সিলিকন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সিলিকনের ব্যবহার কোন শিল্পে বেশি হয়? ২০১৯
| (ক) ইলেকট্রনিক | (খ) কাগজ |
| (গ) রং | (ঘ) ঔষধ |
উত্তর: ইলেকট্রনিক
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ট্রানজিস্টরে সেমি-কন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় কোনটি? ২০১৯
| (ক) আর্সেনিক | (খ) জার্মেনিয়াম |
| (গ) ম্যাঙ্গানিজ | (ঘ) টাংস্টেন |
উত্তর: জার্মেনিয়াম
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সাধারণত ট্রানজিস্টর এর কাজ কি? ২০১৯
| (ক) একমুখীকরণ | (খ) বিবর্ধক হিসাবে |
| (গ) ফিল্টারিং | (ঘ) স্পন্দক হিসাবে |
উত্তর: বিবর্ধক হিসাবে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোনটি অর্ধপরিবাহী নয়? ২০১৯
| (ক) গ্যালিয়াম | (খ) সিলিকন |
| (গ) জার্মেনিয়াম | (ঘ) লোহা |
উত্তর: লোহা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? ২০১৯
| (ক) প্লাস্টিক | (খ) কোনটিই নয় |
| (গ) অ্যালুমিনিয়াম | (ঘ) সিলিকন |
উত্তর: সিলিকন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ২০১৯
| (ক) ট্রানজিস্টর | (খ) ইন্টিগ্রেটেড সার্কিট |
| (গ) বায়ুশূন্য টিউব | (ঘ) পাঞ্চ কার্ড |
উত্তর: ইন্টিগ্রেটেড সার্কিট
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোন মৌলটি কম্পিউটার চিপ তৈরি জন্য সর্বাধিক ব্যবহৃত হয়? ২০১৯
| (ক) সিলিকন | (খ) কপার |
| (গ) সালফার | (ঘ) কার্বন |
উত্তর: সিলিকন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো একটি অতি- ২০১৯
| (ক) সাধারণ বর্তনী | (খ) ছোট এক টুকরা সিলিকনের টুকরার উপর তৈরী অতিক্ষুদ্র বর্তনী |
| (গ) সহজ বর্তনী | (ঘ) সস্তা দামের বর্তনী |
উত্তর: ছোট এক টুকরা সিলিকনের টুকরার উপর তৈরী অতিক্ষুদ্র বর্তনী
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: IC উদ্ভাবন করেন কে? ২০১৯
| (ক) জন ওয়াটসন | (খ) রবার্ট হুক |
| (গ) জে এস কেলবি | (ঘ) আবাকাস |
উত্তর: জে এস কেলবি
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: চিপের অপর নাম কি ২০১৯
| (ক) IC | (খ) ROM |
| (গ) RAM | (ঘ) LAN |
উত্তর: IC
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার- ২০১৯
| (ক) PDP-1 | (খ) IBM system 360 |
| (গ) Mark-1 | (ঘ) Intel 4004 |
উত্তর: IBM system 360
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: মাইক্রোপ্রসেসর কি? ২০১৯
উত্তর: ইন্টিগ্রেটেড সার্কিট প্রযুক্তির উত্তরোত্তর উন্নতির সঙ্গে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা প্রসেসর এর সকল উপাদানকে একটি মাত্র সিলিকন চিপের মধ্যে একীভূত করা সম্ভব হয়। এই চিপকে মাইক্রোপ্রসেসর বলা হয়। যুক্তরাষ্ট্রের ইনটেল কর্পোরেশন ড. টেড হফ এর তত্ত্বাবধানে ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে যার নাম ইন্টেল- ৪০০৪।ইনটেল - ৪০০৪ ই ছিল বাণিজ্যিকভাবে প্রাপ্ত বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর। প্রথম মাইক্রোপ্রসেসরটি কিন্তু কখনো কম্পিউটারে ব্যবহৃত হয়নি, এটির ব্যবহার ছিল ডেক্সটপ ক্যালকুলেটর এর মাঝেই সীমাবদ্ধ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়? ২০১৯
| (ক) ১৯৭২ সালে | (খ) ১৯৭৫ সালে |
| (গ) ১৯৭৪ সালে | (ঘ) ১৯৭১ সালে |
উত্তর: ১৯৭১ সালে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।