পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: পৃথিবীর প্রথম কম্পিউটার মেশিনের নকশাকারী কে ২০১৯
| (ক) John von Neumann | (খ) চার্লস ব্যাবেজ |
| (গ) নিউটন | (ঘ) বিল গেটস |
উত্তর: চার্লস ব্যাবেজ
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? ২০১৯
উত্তর: লেডি এ্যাডা অগাস্টা ল্যাভলেস। এ্যানালাইটিক ইঞ্জিনের সাধারণ এসেম্বলি ভাষায় প্রোগ্রাম করার ব্যবস্থা ছিল এবং সফটওয়্যার দরকার হতো। এই সফটওয়্যার তৈরির জন্য ব্যাবেজ বিখ্যাত ব্রিটিশ কবি লর্ড বায়রনের কন্যা এ্যাডা অগাস্টা ল্যাভলেসকে নিয়োগ দেন। এ্যাডা অগাস্টা ল্যাভলেস পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার। প্রোগ্রামিং ভাষা এ্যাডা তাঁরই নামানুসারে নামকরণ করা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোনটি Programmable system? ২০১৯
| (ক) ফটোকপি মেশিন | (খ) কম্পিউটার |
| (গ) রেডিও | (ঘ) টেলিভিশন |
উত্তর: কম্পিউটার
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কম্পিউটার কে আবিষ্কার করেন? ২০১৯
| (ক) উইলিয়াম অটরেড | (খ) ব্লেইসি প্যাস্কেল |
| (গ) আবাকাস | (ঘ) হাওয়ার্ড এইকিন |
উত্তর: হাওয়ার্ড এইকিন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: প্রথম ডিজিটাল কম্পিউটারের আবিষ্কারক কে? ২০১৯
| (ক) উইলিয়াম অটরেড | (খ) হাওয়ার্ড এইকিন |
| (গ) ব্লেইসি প্যাসকেল | (ঘ) আবাকাস |
উত্তর: হাওয়ার্ড এইকিন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: এবিসি কম্পিউটার কি? ২০১৯
উত্তর: ১৯৩৯ সালে যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেইট ইউনিভার্সিটির অধ্যাপক এটানাসফ এবং তাঁর ছাত্র ক্লিফোর্ড বেরি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে বাইনারী গণিতভিত্তিক একটি ইলেকট্রনিক কম্পিউটার নির্মাণ করেন। উদ্ভাবকের নামানুসারে কম্পিউটারটিকে আটনাসফ বেরি কম্পিউটার (Atanasoff Berry Computer), সংক্ষেপে এবিসি বলা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? ২০১৯
| (ক) EDVAC | (খ) UNIVAC |
| (গ) IBM | (ঘ) ENIAC |
উত্তর: ENIAC
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: আধুনিক কম্পিউটারের জনক কে? ২০১৯
| (ক) টিম বার্নার্স | (খ) চার্লস ব্যাবেজ |
| (গ) জন বেয়ার্ড | (ঘ) উইলবার রাইট |
উত্তর: চার্লস ব্যাবেজ
আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান। কিন্তু উত্তরের চারটি অপশন এর মধ্যে জন নিউম্যানের নাম না থাকলে সঠিক উত্তর হবে চার্লস ব্যাবেজ কারণ চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক্যাল ইঞ্জিনে আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার : ইউনিভ্যাক ১ ২০১৯
উত্তর: জন মাউসলি ও প্রেসপার একার্ট ১৯৫১ সালে ইউনিভ্যাক (UNIVAC = Universal Automatic Calculator) তৈরি করেন। এটি ছিল বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত প্রথম ডিজিটাল কম্পিউটার ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? ২০১৯
| (ক) এডস্যাক | (খ) এনিয়াক |
| (গ) পিডিপি | (ঘ) ইউনিভ্যাক |
উত্তর: ইউনিভ্যাক
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ট্রানজিস্টর কি? ২০১৯
উত্তর: দুটি অর্ধপরিবাহী ডায়োডকে পাশাপাশি যুক্ত করে একটি অর্ধপরিবাহী ট্রায়োড তৈরি করা হয়,একে ট্রানজিস্টর বলে। আমেরিকার বেল ল্যাবরেটরিতে ১৯৪৮ সালে জন বারডিন, উইলিয়াম শকলে, এবং ওয়াল্টার ব্রাটেইন ট্রানজিস্টর উদ্ভাবন করেন। ট্রানজিস্টর আবিষ্কারের মধ্য দিয়ে ইলেকট্রনিক্সে বিপ্লব শুরু হয়।ট্রানজিস্টর তৈরিতে একটি অর্ধপরিবাহী এর প্রয়োজন হয়। এতে অর্ধপরিবাহী হিসাবে সিলিকন বা জার্মেনিয়াম ব্যবহৃত হয়। ট্রানজিস্টর মূলত এমপ্লিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। কম্পিউটারের মূল মেমোরি সিলিকন দিয়ে তৈরি হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: অ্যামপ্লিফায়ার কি? ২০১৯
উত্তর: এটি এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা কৌশল যার ইনপুট বর্তনীতে দুর্বল সংকেত প্রয়োগ করে বহিঃ বর্তনী হতে বহুগুণ বিবর্ধিত সংকেত পাওয়া যায়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ইলেকট্রনিক্স এর শুরু হয় ২০১৯
| (ক) ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে | (খ) কম্পিউটার আবিষ্কারের মাধ্যমে |
| (গ) রোবট আবিষ্কারের মাধ্যমে | (ঘ) I. C আবিষ্কারের সময় থেকে |
উত্তর: ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ট্রানজিস্টার উদ্ভাবিত হয় ২০১৯
| (ক) ১৯৫০ সালে | (খ) ১৯৫৪ সালে |
| (গ) ১৯৫২ সালে | (ঘ) ১৯৪৮ সালে |
উত্তর: ১৯৪৮ সালে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ট্রানজিস্টর তৈরি করতে কিসের প্রয়োজন হয়? ২০১৯
| (ক) অন্তরক | (খ) কাঠ |
| (গ) পরিবাহী | (ঘ) অর্ধপরিবাহী |
উত্তর: অর্ধপরিবাহী
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।