পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: DVD এর পূর্ণরূপ কি? ২০১৯
| (ক) Distance version Disk | (খ) Digital version Disk |
| (গ) Digital versatile Disk | (ঘ) Digital video-audio Disk |
উত্তর: Digital versatile Disk
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সবচেয়ে বহুল ব্যবহৃত স্টোরেজ কোনটি? ২০১৯
| (ক) Printers and monitors | (খ) ROM and Modems |
| (গ) CD-ROMs and WROMs | (ঘ) Discs and tapes |
উত্তর: Discs and tapes
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোন মাধ্যমটির ডেটা (data) ধারণক্ষমতা সবচেয়ে বেশি? ২০১৯
| (ক) ডিজিটাল ভিডিও ডিস্ক | (খ) কোনটিই নয় |
| (গ) মডেম | (ঘ) কমপ্যাক্ট ডিস্ক |
উত্তর: ডিজিটাল ভিডিও ডিস্ক
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোন ধরনের ডিস্ক ১৭ গিগাবাইট পর্যন্ত ডেটা ধারণ করতে সক্ষম? ২০১৯
| (ক) DVD | (খ) CD |
| (গ) None of these | (ঘ) Floppy Disk |
উত্তর: DVD
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ফ্লপি ডিস্ক কি ২০১৯
উত্তর: ১৯৭৩ সালে ফ্লপি ডিস্কের প্রচলন শুরু হয়। এটি ডিসকেট (Diskette) ও নামে পরিচিত। গানের রেকর্ডের মতাে দেখতে এই স্মৃতি প্লাস্টিকের উপর চৌম্বক পদার্থের প্রলেপ দিয়ে তৈরি করা হয়। এর ধারণ ক্ষমতা খুবই কম (মাত্র ১.৪৪ মেগাবাইট)। বর্তমানে ফ্লপি ডিস্কের ব্যবহার দেখা যায় না বললেই চলে। এটি আকারে। হার্ডডিস্কের চেয়ে অনেক ছােট।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ফ্লপি ডিস্ক কি? ২০১৯
| (ক) হার্ডডিস্কের চেয়ে ছােট | (খ) একটি প্রধান স্মৃতি |
| (গ) একটি শুধু গঠন স্মৃতি | (ঘ) একটি পরিবাহী স্মৃতি |
উত্তর: হার্ডডিস্কের চেয়ে ছােট
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ব্লু রে ডিভিডি কি? ২০১৯
উত্তর: ব্লু রে ডিভিডি সাধারণ ডিভিডি এর মতাে কিন্তু এর ধারণক্ষমতা অনেক বেশি। এর ধারণ ক্ষমতা ১০০ গিগাবাইট পর্যন্ত হতে পারে। ডিভিডিতে ৬৫০ ন্যানােমিটার তরঙ্গদৈর্ঘ্যের লাল রঙের লেজার রশ্মি ব্যবহার করা হয়। ব্লু রে ডিভিডিতে ৪০৫ ন্যানােমিটার তরঙ্গদৈর্ঘ্যের লাল রঙের লেজার রশ্মি ব্যবহার করা হয়। এজন্য এ ডিস্কের নাম ব্লু রে রাখা হয়েছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সলিড স্টেট ডিভাইস কি? ২০১৯
উত্তর: এটি এক ধরনের হালকা অধিক ক্ষমতা সম্পন্ন স্টোরেজ ডিভাইস। এতে ডেটা সংরক্ষণের জন্য ফ্লাশ মেমােরি ব্যবহার করা হয়। বর্তমানে হার্ডডিস্কের বিকল্প হিসেবে এসএসডি জনপ্রিয় হয়ে উঠেছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: এসএসডি এর সুবিধাসমূহ কি? ২০১৯
উত্তর: এসএসডি এর সুবিধাসমূহ হচ্ছে :
১) ডেটা ট্রান্সফার রেট অনেক বেশি (৪০ -100MBps)।
২) অ্যাকসেস সময় ০.১ মিলিসেকেন্ড যা হার্ডডিস্ক থেকে ৮০ গুণ বেশি।
৩) কম বিদ্যুৎ শক্তির প্রয়ােজন হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: মেমোরি কার্ড কি ২০১৯
উত্তর: মেমােরি কার্ড এক ধরনের ফ্লাশ মেমােরি ডিভাইস যাতে ব্যবহারকারী সহজেই ডেটা, অডিও, ভিডিও ইত্যাদি সংরক্ষণ করতে পারেন এবং এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করতে পারেন। এটি বর্তমানে একটি জনপ্রিয় স্টোরেজ মিডিয়া যা পার্সোনাল কম্পিউটার, মােবাইল SanDisk 1468 migra ডিভাইস। যেমন; ডিজিটাল ক্যামেরা, স্মার্ট ফোন, পাের্টেবল মিডিয়া প্লেয়ার ইত্যাদিতে ব্যবহৃত হয়। একটি মেমােরি কার্ডে কয়েকশত গিগা বাইট পর্যন্ত ডেটা সংরক্ষণ করা যায়। মেমােরি কার্ডের ডেটা ট্রান্সফার রেট বেশি (MBps - 20 MBps) পর্যন্ত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ইউএসবি ফ্লাশ ড্রাইভ বা পেনড্রাইভ কি? ২০১৯
উত্তর: সিডি, ডিভিডি, জিপ ডিস্কের তথ্য ধারণক্ষতা বেশি হলেও এগুলােতে তথ্য সংরক্ষণ এবং পড়ার জন্য ড্রাইভের প্রয়ােজন হয়। বর্তমানে কম্পিউটারের মাদারবাের্ডের USB (Universal Serial Bus) পাের্টে লাগিয়ে সহজে তথ্য লেখা এবং পড়ার নতুন এক সহায়ক স্মৃতি মাধ্যম বের হয়েছে। অত্যন্ত হালকা ও সহজে বহনযােগ্য কলমের ক্যাপের মতাে দেখতে এ মাধ্যমটিকে পেন ড্রাইভ বলে। পেন ড্রাইভ এর জনক পুয়া কেইন সেং (তাইওয়ান)।
১) ধারণক্ষমতা : ৩২ মেগাবাইট থেকে কয়েক শত গিগাবাইট পর্যন্ত।
২) ডেটা ট্রান্সফার রেট : ১২ - ৪৮০ মেগাবিটস/সে. (12MBps - 480MBps)।
৩) USB পাের্ট থেকেই পাওয়ার গ্রহণ করে বলে এর আলাদা কোন পাওয়ার সাপ্লাইয়ের প্রয়ােজন হয়না।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ফ্লিপ ফ্লপ কি? ২০১৯
উত্তর: ফ্লিপ ফ্লপ হল সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট দ্বারা গঠিত একটি বিশেষ না ধরনের বাইস্ট্যাবল মাল্টিভাইব্রেটর সার্কিট। এর দুটি কন্ট্রোল ইনপুট এবং দুটি আউটপুট আছে। যার একটি High State হলে অপরটি। Low State হবে। এক্ষেত্রে উচ্চ অবস্থা বলতে বাইনারি (১) এবং নিম্ন অবস্থা বলতে বাইনারি (0) কে বুঝায়। একটি ল্যাচ ফ্লিপ ফ্লপ এক • বিট (Single Bit) তথ্য ধারণ করতে পারে। অর্থাৎ এটি মেমােরি ফ্লিপ ফ্লপ সার্কিট ডিভাইস হিসেবেও কাজ করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম কি? ২০১৯
| (ক) আউটপুট | (খ) পাওয়ার সাপ্লাই |
| (গ) ইনপুট | (ঘ) ডেটা বাস |
উত্তর: ডেটা বাস
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোনটি ডেটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়? ২০১৯
| (ক) Power supply | (খ) Pen Drive |
| (গ) Processor | (ঘ) ROM |
উত্তর: Pen Drive
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: পেন ড্রাইভ............. এর স্থান দখল করেছে? ২০১৯
| (ক) Floppy Disk | (খ) Printer |
| (গ) Modem | (ঘ) Hard Disk |
উত্তর: Floppy Disk
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।