পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


কম্পিউটার
  • প্রশ্ন: The term PC means - ২০১৯

    (ক) Prime computer (খ) Private Computer
    (গ) Personal computer (ঘ) Professional computer
    close

    উত্তর: Personal computer

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: পৃথিবীতে কখন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি করে? ২০১৯

    (ক) আই.বি.এম, ১৯৮৩ সালে (খ) এপসন, ১৯৮১ সালে
    (গ) অ্যাপল কম্পিউটার, ১৯৭৭ সালে (ঘ) কোমপ্যাক, ১৯৮৫ সালে
    close

    উত্তর: এপসন, ১৯৮১ সালে

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ল্যাপটপ হলো একধরনের - ২০১৯

    (ক) পর্বতারোহণ সামগ্রী (খ) বাদ্যযন্ত্র
    (গ) ছোট কুকুর (ঘ) ছোট কম্পিউটার
    close

    উত্তর: ছোট কম্পিউটার

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে বহনযোগ্য? ২০১৯

    (ক) Desktop (খ) Work station
    (গ) Super computer (ঘ) laptop
    close

    উত্তর: laptop

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিচের কোনটি ডেক্সটপ কম্পিউটারের তুলনায় ল্যাপটপ কম্পিউটারের সুবিধা নির্দেশ করে? ২০১৯

    (ক) দ্রুতগতি সম্পন্ন (খ) অধিক স্থায়িত্বকাল
    (গ) বিদ্যুৎ সাশ্রয়ী (ঘ) উপরের সবগুলো
    close

    উত্তর: বিদ্যুৎ সাশ্রয়ী

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলাদেশে তৈরি ল্যাপটপ এর নাম কী? ২০১৯

    (ক) যমুনা (খ) দোয়েল
    (গ) শাপলা (ঘ) এসার
    close

    উত্তর: দোয়েল

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: PCMCIA represents a standard for - ২০১৯

    (ক) Minicomputer (খ) Notebook
    (গ) Desktop computer (ঘ) Mainframe computer
    close

    উত্তর: Notebook

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: PCMCIA এর পূর্ণরূপ কী? ২০১৯

    উত্তর: Personal Computer Memory Card International Association.

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: হাইব্রিড কম্পিউটার এর বৈশিষ্ট্য কি? ২০১৯

    উত্তর: ১. হাইব্রিড কম্পিউটার হচ্ছে এনালগ এবং ডিজিটাল উভয় পদ্ধতির সমন্বয়।
    ২. ইম্পরট্যান্ট প্রকৃতির এবং আউটপুট ডিজিটাল প্রকৃতির।
    ৩. উদাহরণস্বরূপ হাসপাতালে রোগীর রক্তচাপ, হূদযন্ত্রের ক্রিয়া, শরীরের তাপ ইত্যাদি মাপতে হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়।এছাড়া পরমাণু শক্তি উৎপাদন প্লান্ট, জঙ্গি বিমান, মহাকাশযান, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইত্যাদি ক্ষেত্রে সচরাচর হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয় ।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: Older computers were..... ২০১৯

    (ক) Digital (খ) Parallel
    (গ) Pipelined (ঘ) Analog
    close

    উত্তর: Analog

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: আকার, আয়তন, আকৃতি এবং ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটার কে কয় ভাগে ভাগ করা যায়? ২০১৯

    উত্তর: আকার, আয়তন, আকৃতি এবং ক্ষমতার উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটারকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। যথা;
    ১. সুপার কম্পিউটার।
    ২. মেইন ফ্রেম কম্পিউটার।
    ৩. মিনি কম্পিউটার।
    ৪. মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সুপার কম্পিউটার সম্পর্কে আলোচনা করো? ২০১৯

    উত্তর: ক্ষমতা- আকৃতি ইত্যাদি ভিত্তিতে অতি বড় কম্পিউটারকে বলা হয় সুপার কম্পিউটার। এ কম্পিউটার অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত দ্রুতগতিতে কাজ করতে পারে। কম্পিউটারটি প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব করতে সক্ষম। সারাবিশ্বে সুপার কম্পিউটারের সংখ্যা খুব বেশি নয়। সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, জঙ্গী বিমান, মহাকাশ গবেষণা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহৃত হয়। বর্তমানে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার হল তিয়ানহে-২ (চীন)। সম্প্রতি ভারত 'পরম' নামে সুপার কম্পিউটার তৈরি করে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাবে IBM RS/6000 SP মডেল একটি সুপার কম্পিউটার আছে।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: মেইনফ্রেম কম্পিউটার সম্পর্কে আলোচনা করো। ২০১৯

    উত্তর: সুপার কম্পিউটারের চেয়ে ছোট আকারের কিন্তু পার্সোনাল বা মাইক্রোকম্পিউটার নয়, সেসব কম্পিউটারকে বলা হয় মেইনফ্রেম কম্পিউটার।মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে এমন একটি বড় কম্পিউটার যার সঙ্গে অনেকগুলো কম্পিউটার বা ডাম্ব টার্মিনাল যুক্ত করে এক সঙ্গে অনেক মানুষ কাজ করতে পারে সুপার কম্পিউটারে যে রকমটি করা যায়।ব্যাংক, বীমা, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং বৈজ্ঞানিক কর্ম তৎপরতা পরিচালনাকারী প্রতিষ্ঠানে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহৃত হয়। বাংলাদেশে ১৯৬৪ সালে স্থাপিত আইবিএম ১৬২০ কম্পিউটারটি ছিল মেইনফ্রেম কম্পিউটার।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: মিনি কম্পিউটার সম্পর্কে আলোচনা করো। ২০১৯

    উত্তর: মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট আকারের কিন্তু পার্সোনাল কম্পিউটারের চেয়ে বড় আকারের কম্পিউটারকে মিনি কম্পিউটার বা মধ্যমসারির কম্পিউটার বলা হয়। মেইনফ্রেম এবং মিনি কম্পিউটারে একই ধরনের কাজ করা যায়। মিনি কম্পিউটার আকারে ছোট এবং কাজের ক্ষমতা ও কম।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: মাইক্রোকম্পিউটার সম্পর্কে আলোচনা করো। ২০১৯

    উত্তর: মেইনফ্রেম বা মিনি কম্পিউটারের তুলনায় মাইক্রোকম্পিউটারের আকার অনেক গুন ছোট। সাধারণত একজন ব্যবহারকারী একা একটি মাইক্রোকম্পিউটার ব্যবহার করে থাকেন। এজন্য মাইক্রোকম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বা সংক্ষেপে শুধু পিসি বলা হয়। মাইক্রোকম্পিউটার হচ্ছে কারিগরি নাম, আর পার্সোনাল কম্পিউটার বা পিসি হচ্ছে চলতি নাম।মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয়। যেমন;
    ১. ডেক্সটপ।
    ২. ল্যাপটপ বা নোটবুক।
    ৩. নেটবুক।
    ৪. ট্যাবলেট পিসি বা ট্যাব।
    ৫. হেন্ডহেল্ড বা পামপিসি বা পামটপ।

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।