পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: নিচের কোনটি পাললিক শিলা? ২০১৯
(ক) গ্রানাইট | (খ) নিস |
(গ) কয়লা | (ঘ) মার্বেল |
উত্তর: কয়লা
পাললিক শিলার বর্ণনা এর নিচে দেওয়া হল।
পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাই পাললিক শিলা। এই শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরিভূত শিলা ও বলে। পাললিক শিলা নরম ও হালকা, সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এই শিলায় জীবাশ্ম ও ছিদ্র দেখা যায়। পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা ৫ ভাগ দখল করে আছে। তবে মহাদেশীয় ভূত্বকের আবরণের ৭৫ ভাগই পাললিক শিলা। উদাহরণ : বেলেপাথর, চুনাপাথর, কয়লা, নুড়িপাথর, পলিপাথর, কর্দম পাথর, চক, লবণ, কোকিনা ইত্যাদি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: নিচের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? ২০১৯
(ক) ১ : ১০০০, ০০০ | (খ) ১ : ২৫০০, ০০০ |
(গ) ১ : ১০০, ০০০ | (ঘ) ১ : ১০, ০০০ |
উত্তর: ১ : ১০, ০০০
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয় - ২০১৯
(ক) আইসোহেলাইন | (খ) আইসোহাইট |
(গ) আইসোথার্ম | (ঘ) আইসোবার |
উত্তর: আইসোহাইট
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি? ২০১৯
(ক) ম্যানগ্রোভ জাতীয় | (খ) ক্রান্তীয় আর্দ্র পত্র পতনশীল জাতীয় |
(গ) পত্র পতনশীল জাতীয় | (ঘ) ক্রান্তীয় চিরহরিৎ , আধা চিরহরিৎ জাতীয় |
উত্তর: ক্রান্তীয় চিরহরিৎ , আধা চিরহরিৎ জাতীয়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়? ২০১৯
(ক) ১৯৮৮ | (খ) ১৯৭৪ |
(গ) ২০০৭ | (ঘ) ১৯৯৮ |
উত্তর: ১৯৯৮
পৃথিবীর সর্ববৃহৎ ব-দ্বীপ বাংলাদেশ তথা এ ঢালু সমভূমির দেশে বিভিন্ন শতাব্দীতে বন্যা হয়েছে। ১৯৫৪ থেকে ২০০৪ সালের মধ্যে
১৯৭৪,১৯৭৮,১৯৮৪,১৯৮৮,১৯৯৮,২০০৪ সালের বন্যা ছিল ভয়াবহ। এর মধ্যে ১৯৯৮ সালের দীর্ঘস্থায়ী বন্যায় সবচেয়ে বেশি এলাকা ক্ষতিগ্রস্থ হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? ২০১৯
(ক) নয়া দিল্লি | (খ) ঢাকা |
(গ) কলম্বো | (ঘ) কাঠমুন্ডু |
উত্তর: নয়া দিল্লি
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের অবস্থান নয়া দিল্লি, ভারত। সার্ক আবহাওয়া কেন্দ্রের অবস্থান ঢাকা, বাংলাদেশ। সার্ক বন কেন্দ্রের অবস্থান থিম্পু, ভুটান।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি জলজ উদ্ভিদ নয়? ২০১৯
(ক) ডুমুর | (খ) করচ |
(গ) হিজল | (ঘ) গজারি |
উত্তর: গজারি
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশের উপকূলীয় সমভূতি বসবাসকারী জনগোষ্ঠী যে ধরণের বন্যা কবলীত হয় তার নাম - ২০১৯
(ক) আকষ্মিক বন্যা | (খ) বৃষ্টি জনিত বন্যা |
(গ) নদীজ বন্যা | (ঘ) জলোচ্ছ্বাস জনিত বন্যা |
উত্তর: জলোচ্ছ্বাস জনিত বন্যা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? ২০১৯
(ক) কৃষি খাত | (খ) নির্মাণ খাত |
(গ) শিল্প কারখানা খাত | (ঘ) সেবা খাত |
উত্তর: কৃষি খাত
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: কোনটি মানবসৃষ্ট আপদ নয়? ২০১৯
(ক) বায়ু দূষণ | (খ) মহামারী |
(গ) দুর্ভিক্ষ | (ঘ) কালবৈশাখী |
উত্তর: কালবৈশাখী
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।