পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


গনিত
  • প্রশ্ন: মি. রেজা তাঁর সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 720000/- মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? ২০১৯

    (ক) 2000000 (খ) 2400000
    (গ) 1600000 (ঘ) 1200000
    close

    উত্তর: 2400000

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে 5ম পদটি 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত? ২০১৯

    (ক) 12 (খ) 4
    (গ) 2 (ঘ) 10
    close

    উত্তর: 12

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? ২০১৯

    (ক) ৫০৫০ (খ) ৫০৪৯
    (গ) ৪৯৯৯ (ঘ) ৫০৫১
    close

    উত্তর: ৫০৫০

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল? ২০১৯

    (ক) বৃহস্পতিবার (খ) মঙ্গলবার
    (গ) শনিবার (ঘ) সোমবার
    close

    উত্তর: মঙ্গলবার

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে ১৯৯৫ সালের একই তারিখ কি বার হবে? ২০১৯

    (ক) বৃহস্পতিবার (খ) বুধবার
    (গ) শনিবার (ঘ) শুক্রবার
    close

    উত্তর: শুক্রবার

    • touch_app আরো ...

      আমরা জানি, লিপ ইয়ার = ৩৬৬ দিন আর সাধারণ বছর = ৩৬৫ দিন।

      ৩৬৫ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১, ৩৬৬ কে করলে ভাগশেষ ২।

      এই ভাগশেষ মানে পরের বছর একই তারিখ ১ দিন বা ২ দিন পরে হবে।

      তাই যেকোনো একটা লিপ ইয়ার হলে একই তারিখে দিনের পার্থক্য ২ দিন, আর সাধারণ বছর হলে ১ দিন।

      এবার আসি উপরের প্রশ্নে——–

      ১৯৯৪, ১৯৯৫ লিপ ইয়ার নয়। তাই উত্তর হবে ১ দিন পর। অর্থাৎ শুক্রবার —-

      বিঃদ্রঃ

      প্রথম বছর লিপ ইয়ার হলেও যদি ফেব্রুয়ারি কাউন্ট না হয় তাহলেও ১ দিন পর (২ দিন নয়)
      ২য় বছর লিপ ইয়ার হলেও যদি ফেব্রুয়ারী কাউন্ট না হয় তাহলেও ১ দিন পর।
      যেমনঃ ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার হলে, ২০১৭ সালের একই তারিখ কি বার ? — উঃ বুধবার।(২০১৬ সাল লিপ ইয়ার হলেও ফেব্রুয়ারী কাউন্ট হয়নি )

      আবার ,২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারী শনিবার হলে, ২০১৬ সালের একই তারিখ কি বার ?—- উঃ রবিবার।(২০১৬ সাল লিপ ইয়ার হলেও ফেব্রুয়ারীর ২৯ তারিখ কাউন্ট হয়নি)



      আরও জানুনঃ

      প্রতিমাসের ১ তারিখ আর ২৯ তারিখ একই দিন হয়।
      যেমনঃ মার্চ মাসের ১ তারিখ বৃহস্পতিবার হলে , ৩০ তারিখ কি বার ?

      ১ ও ২৯ একই দিন। অতএব ৩০ তারিখ শুক্রবার ।

      আবার প্রত্যেক বছরের ৪/৪ , ৬/৬ , ৮/৮, ১০/১০, ১২/১২ তারিখ গুলো একই দিন হয়।
      যেমনঃ এপ্রিল মাসের ৪ তারিখ বুধবার হলে , ডিসেম্বর মাসের ১২ তারিখ তারিখ কি বার ?

      উঃ বুধবার


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      where_to_vote    
  • প্রশ্ন: কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮ ২০১৯

    (ক) ১০ (খ) ২৯
    (গ) ১ (ঘ) ৪৮
    close

    উত্তর: ৪৮

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিচের কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে? JD – KF – ? PM – TR ২০১৯

    (ক) MI (খ) OJ
    (গ) NI (ঘ) MJ
    close

    উত্তর: MI

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে? ২০১৯

    (ক) ২৪ দিনে (খ) ৩০ দিনে
    (গ) ২১ দিনে (ঘ) ২৫ দিনে
    close

    উত্তর: ২৪ দিনে

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? ২০১৯

    (ক) ২৫৩ (খ) ২৬৩
    (গ) ২৩৩ (ঘ) ২৪১
    close

    উত্তর: ২৫৩

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ১২ কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৫ কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A অবস্থান থেকে কত দূরে থাকবে? ২০১৯

    (ক) ১৫ কি.মি. (খ) ১৪ কি.মি.
    (গ) ১৭ কি.মি. (ঘ) ১৩ কি.মি.
    close

    উত্তর: ১৩ কি.মি.

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: হাসানের কাছে যতটি ২৫ পয়সার মুদ্রা আছে তার ২৬% বেশি ৫০ পয়সার মুদ্রা আছে। আবার যতগুলো ৫০ পয়সার মুদ্রা আছে, তার ১৫০% এক টাকার মুদ্রা আছে। যদি তার কাছে ২৭৭ টাকা থাকে তাহলে তার কাছে কতগুলো এক টাকার মুদ্রা আছে? ২০১৯

    (ক) ১৫০ (খ) ১৯৫
    (গ) কোনটিই নয় (ঘ) ১৮৯
    close

    উত্তর: কোনটিই নয়

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৪৮৬ বর্গ মিটার। এবং এর পরিসীমা ৯০ মিটার। এর দৈর্ঘ্য প্রস্থের শতকরা কত অংশ? ২০১৯

    (ক) ১৩৩% (খ) ৫০%
    (গ) ১৫০% (ঘ) ৩৩%
    close

    উত্তর: ১৫০%

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোন একটি নির্দিষ্ট সংখ্যাকে ১৩ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটির ছয় গুনকে ১৩ দিয়ে ভাগ করা হয়, তাহলে কত অবশিষ্ট থাকবে? ২০১৯

    (ক) ১২ (খ) ৯
    (গ) ৫ (ঘ) ৩
    close

    উত্তর: ৫

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2 ,3 ও 4 অবশিষ্ট থাকে? ২০১৯

    (ক) ৪৮ (খ) ৬০
    (গ) ৫৮ (ঘ) ৫৪
    close

    উত্তর: ৫৮

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: পনির ও তপনের আয়ের অনুপাত 4:3 । তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4 । পনিরের আয় 120 টাকা হলে , রবিনের আয় কত? ২০১৯

    (ক) ৮৪ টাকা (খ) ১২ টাকা
    (গ) ৭২ টাকা (ঘ) ৩৬ টাকা
    close

    উত্তর: ৭২ টাকা

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।