পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: একটি ছাত্রাবাসে টিভি কেনার জন্য চাঁদা তোলা হল। যদি মোট ১৭,৮৯০ টাকা চাঁদা উঠে থাকে এবং প্রতি ছাত্র কমপক্ষে ৩৫০ টাকা চাঁদা দিয়ে থাকে তাহলে ছাত্রাবাসের ছাত্র সংখ্যা সর্বোচ্চ কতো হতে পারে? ২০১৯
(ক) ৪৯ | (খ) ৫৭ |
(গ) ৩১ | (ঘ) ৫১ |
উত্তর: ৫১
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: একজন ব্যবসায়ী আলমারি ও টেবিল প্রস্তুত করে।প্রতিটি আলমারির বিক্রয়মূল্য ৭,০০০ টাকা এবং প্রতিটি টেবিলের বিক্রয়মূল্য ৩,৭৫০ টাকা।গত মাসে সে যে পরিমাণ আলমারি বিক্রয় করে তার তিনগুন টেবিল বিক্রয় করা থাকলে তার প্রতি একক পণ্যের গড় বিক্রয়মূল্য কত? ২০১৯
(ক) ৪৫৬২.৫০ টাকা | (খ) ৬,৬০০ টাকা |
(গ) ৪,৫৫০ টাকা | (ঘ) ৩,৫৪৫ টাকা |
উত্তর: ৪৫৬২.৫০ টাকা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: একটি ফলের ঝুড়ির দুই-পঞ্চমাংশ আম পরিক্ষা করার পর ৪ টিতে ক্রুটি পাওয়া গেলো এবং বাকি ৩৬ টি ক্রুটিমুক্ত পাওয়া গেল।শতকরা ৮১% আম ক্রুটিমুক্ত পেতে হলে অবশিষ্ট আমের মধ্যে কতটি ক্রুটিমুক্ত আম পেতে হবে? ২০১৯
(ক) ১৫ | (খ) ২৭ |
(গ) ৪৫ | (ঘ) ৩৯ |
উত্তর: ৪৫
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: একজন ব্যবসায়ী তার প্রতি একক পণ্যের দাম ১৮% বৃদ্ধি করে এবং পুনরায় ২৫% বৃদ্ধি করে।তার মোট বৃদ্ধিকৃত দাম মূল দামের শতকরা কত অংশ? ২০১৯
(ক) ১৩৩% | (খ) ৪৩% |
(গ) ৪৭.৫০% | (ঘ) ৩৩% |
উত্তর: ৪৭.৫০%
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: পানিপূর্ণ একটি পাত্রের ওজন ১০ কেজি।যদি এর থেকে ৩/৭ অংশ পানি সরানো হয় এর ওজন হয় ৭ কেজি।পানিশূন্য পাত্রের ওজন পানিপূর্ণ পাত্রের ওজনের শতকরা কত অংশ? ২০১৯
(ক) ৩০% | (খ) ১০% |
(গ) ৪০% | (ঘ) ২০% |
উত্তর: ৩০%
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: সুলেমান তার সঞ্চয়ের তিন-সপ্তমাংশ দিয়ে একটি জমি কিনে এবং জমির মূল্যের এক-তৃতীয়াংশ দিয়ে একটি বাড়ি কিনে। জমি ও বাড়ি কেনার পর তার মোট সঞ্চয়ের কত অংশ অবশিষ্ট রইল? ২০১৯
(ক) ১/৭ | (খ) ৩/৭ |
(গ) ৪/৭ | (ঘ) ২/৭ |
উত্তর: ৩/৭
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: একটি শ্রেণিতে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৯:১৩। যদি শ্রেণিতে ছাত্র অপেক্ষা ২৪ জন ছাত্রী বেশি থাকে, তাহলে শ্রেণিতে ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? ২০১৯
(ক) ১০৬ | (খ) ১২০ |
(গ) ১২৮ | (ঘ) ১৩২ |
উত্তর: ১৩২
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিযোগী একটি করে ছবি আঁকল। সবার আঁকা শেষে দেখা গেল যে ১/৯ অংশ ফুলের ছবি, ৪/৯ অংশ ফলের ছবি, ৫/১২ অংশ পাখির ছবি এবং বাকি ১৩ টি গাছের ছবি আঁকা হয়েছে। ঐ প্রতিযোগিতায় মোট প্রতিযোগীর সংখ্যা কতো? ২০১৯
(ক) ৪৬৮ | (খ) ৪৭৮ |
(গ) ৪৪০ | (ঘ) ৪৫৮ |
উত্তর: ৪৬৮
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ৮০ টি প্রশ্ন সম্বলিত একটি নৈর্ব্যক্তিক পরিক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ আছে। কিন্তু একটি সঠিক উত্তরের জন্য যা পাত্তয়া যায় প্রতিটি ভুল উত্তরের জন্য তার ২৫% নম্বর কাটা হয়। যদি একজন পরিক্ষার্থী সবগুলো প্রশ্নের উত্তর দেয় এবং ৬০ নম্বর পায়, তাহলে সে কয়টি প্রশ্নের উত্তর ভুল করেছে? ২০১৯
(ক) ১৬ | (খ) ২৮ |
(গ) ১২ | (ঘ) ৬৪ |
উত্তর: ১৬
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ঘন্টায় ৯৩ কি.মি. বেগে চলমান একটি ট্রেন ৯০ মিটার দীর্ঘ একটি সেতুকে ১২ সেকেন্ডে অতিক্রম করে। ২৪৫ মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ২০১৯
(ক) ১৮ সেকেন্ড | (খ) ১২ সেকেন্ড |
(গ) ১৪ সেকেন্ড | (ঘ) ২৫ সেকেন্ড |
উত্তর: ১৮ সেকেন্ড
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: একটি মোটরসাইকেল এর সামনের চাকা ঘন্টায় ৮৪০ বার ঘুরে। 'ক' সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে? ২০১৯
(ক) ৭ক/৩০ বার | (খ) ৯ক/৩০ বার |
(গ) ১১ক/৩৩ বার | (ঘ) ১০ক/৩৬ বার |
উত্তর: ৭ক/৩০ বার
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ৫/১৩ এর ১৫৬% = কত? ২০১৯
(ক) ৩৫% | (খ) ৬৮% |
(গ) ১৫% | (ঘ) ৬০% |
উত্তর: ৬০%
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: পানি ও লবণের ৩৬ কেজি ওজনের একটি দ্রবণে লবণ ও পানির অনুপাত ৪:৫। যদি দ্রবণে আরো ৬ কেজি পানি যোগ করা হয়, তাহলে নতুন দ্রবণের পানি ও লবণের অনুপাত কত হবে? ২০১৯
(ক) ৮:১৩ | (খ) ৭:১৩ |
(গ) ১৩:১০ | (ঘ) ১২:১৩ |
উত্তর: ৭:১৩
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: ৪ জন মহিলা ও ৬ জন পুরুষের মধ্য থেকে ৪ সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করতে হবে যাতে ১ জন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ঐ কমিটি গঠন করা যেতে পারে? ২০১৯
(ক) ১২০ | (খ) ৮৪ |
(গ) ২১০ | (ঘ) ৩২২ |
উত্তর: ৮৪
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
প্রশ্ন: দুটি সংখ্যা অনুপাত 2 :3 এবং গ. সা. গু. 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? ২০১৯
(ক) ৬ | (খ) ৮ |
(গ) ১২ | (ঘ) ১৬ |
উত্তর: ১২
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।